প্যারিসে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল ঘোষণা করেছে চলতি বছরের ব্যালন ডি’অরের বিজয়ীদের নাম। প্রথমবারের মতো পুরুষদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। অন্যদিকে নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো সেরা হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি।
২৮ বছর বয়সী দেম্বেলে এবার পেছনে ফেলেছেন বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে। গত মৌসুমে পিএসজিকে লিগ আঁ, ফরাসি কাপ ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট ছিল তার ঝুলিতে। শুধু তাই নয়, ফরাসি সুপার কাপে জয়সূচক গোলটিও করেছিলেন এই সাবেক বার্সেলোনা তারকা।
স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি লিখলেন নতুন ইতিহাস। তিনি প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার ব্যালন ডি’অর জেতার কৃতিত্ব অর্জন করেছেন। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখেন তিনি। ১৬ গোল ও ১২টি অ্যাসিস্টের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন।
২০২২ সাল থেকে ব্যালন ডি’অর প্রদানের নিয়মে পরিবর্তন আনা হয়। আগে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন একটি মৌসুমকে (আগস্ট-জুলাই) ধরে ভোটাভুটি হয়। সাংবাদিকদের ভোটেই নির্ধারিত হয় বিজয়ী।