এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার নাভিন উল হক। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি জানিয়েছে, নাভিন এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। মেডিকেল টিম তাকে খেলতে ফিট ঘোষণা করেনি। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
নাভিনের অনুপস্থিতিতে আফগান দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার আব্দুল্লাহ আহমাদজাই। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসারের ওপর এখন আস্থা রাখতে হচ্ছে দলকে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আফগানিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তারা প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে হারাতে পারলে সুপার ফোরে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রশিদ খানের দলের।
বিশ্লেষকরা মনে করছেন, নাভিন উল হকের মতো অভিজ্ঞ বোলারের অনুপস্থিতি আফগানিস্তানের জন্য বড় ধাক্কা হলেও দলে নতুন রক্ত আব্দুল্লাহর উপস্থিতি ভিন্ন রকম অনুপ্রেরণা যোগাতে পারে।