টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন আফগানিস্তানের স্পিন সেনসেশন রশিদ খান। মাত্র ২৬ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে রশিদের মোট উইকেট এখন ৬৫১টি, যা এই সংস্করণে এককভাবে সর্বোচ্চ।
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলের হয়ে লন্ডন স্পিরিটের বিপক্ষে খেলতে নেমে ৩ উইকেট তুলে নেন রশিদ। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গড়া এই রেকর্ডটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ৬৫০ উইকেট অতিক্রম করার কীর্তি।
অবস্থান | খেলোয়াড় | মোট উইকেট |
---|---|---|
১ | রশিদ খান | ৬৫১ |
২ | ডোয়াইন ব্রাভো | ৬৩১ |
৩ | সুনীল নারাইন | ৫৮৯ |
৪ | ইমরান তাহির | ৫৪৭ |
৫ | সাকিব আল হাসান | ৪৯৮ |
রশিদের এই অর্জন এসেছে মাত্র ৪৭৮ ইনিংসে। তার পারফরম্যান্স আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সমান সফল। শুধু আইপিএলেই রয়েছে তার ১৫৮ উইকেট। বিগ ব্যাশে নিয়েছেন ৯৮টি উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও রশিদের অবস্থান শীর্ষের কাছাকাছি। এখন পর্যন্ত তার সংগ্রহ ১৬১ উইকেট, শীর্ষে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪)। সাউদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রশিদের সামনে রেকর্ড দখলের সুযোগ রয়েছে আসন্ন এশিয়া কাপেই।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এ তালিকায় আছেন পঞ্চম অবস্থানে, ৪৯৮ উইকেট নিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শিকার ১৪৯টি। ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি এখনও বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত।
রশিদের এই সাফল্য তার দক্ষতা ও ধারাবাহিকতা—দুয়েরই প্রমাণ। তরুণ বয়সেই যা অর্জন করেছেন, তাতে তার সামনে রয়েছে আরও অনেক রেকর্ড গড়ার সুযোগ। আর সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতা নতুন প্রজন্মের বোলারদের জন্য রোল মডেল হয়ে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা।