বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে ফিরছে সুবাতাস। এবার সেই সুবাতাসে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। জাতীয় পর্যায়ে প্রথমবার অংশ নিয়েই বঙ্গবন্ধু জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে জিনাত হারিয়েছেন প্রতিপক্ষ আফরা খন্দকারকে। আফরা খেলেছেন বাংলাদেশ আনসার দলের হয়ে, আর জিনাত ছিলেন গুডউইল বক্সিং ক্লাবের প্রতিনিধিত্বে।
মার্কিন মুলুক থেকে এসে বক্সিং রিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন জিনাত। কিন্তু প্রতিদ্বন্দ্বী আফরাও ছিলেন সমান দৃঢ়তায়। রক্ষণভাগে সফলভাবে জিনাতের পাঞ্চ ঠেকিয়ে আক্রমণও চালিয়ে যান তিনি। জমজমাট লড়াই উপভোগ করেন গ্যালারিভর্তি দর্শক।
শেষ পর্যন্ত তিন রাউন্ডের লড়াইয়ে দক্ষতার প্রমাণ দিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেন জিনাত।
এই লড়াইয়ে উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আফরার বড় বোন আফঈদা খন্দকার, যিনি জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। সঙ্গে ছিলেন তাদের বাবা-মাও।
উল্লেখ্য, এর আগেও জিনাত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন। তবে দেশে এটাই তার প্রথম অংশগ্রহণ, এবং সেই অভিষেকেই অর্জন করলেন চ্যাম্পিয়নশিপ।