এশিয়া কাপের সুপার ফোরে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১৯.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে টাইগাররা। ম্যাচজুড়ে টানটান উত্তেজনার পর শেষ পর্যন্ত জয় আসে লাল-সবুজ শিবিরে।
ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে ফেরেন। তবে সাইফ হাসান ও তোহীদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে দলকে চাপে পড়তে দেননি। তাদের জুটিতে ভর করেই বাংলাদেশ ধীরে ধীরে জয়পথে এগোয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ৬৪ রানে অপরাজিত থেকে দলের স্কোর দাঁড় করান চ্যালেঞ্জিং অবস্থানে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
শেষ দিকে কিছুটা চাপে পড়লেও বাংলাদেশের ব্যাটাররা ধৈর্য ধরে ম্যাচ শেষ করেন। সুপার ফোরে প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিল টাইগাররা।