এশিয়া কাপের মতো বড় আসরে এবার মাঠে খেলোয়াড়দের পাশাপাশি থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ারও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির কাছে দুজন আম্পায়ারের নাম চেয়েছে, এবং বোর্ড ইতোমধ্যে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
বিসিবি সূত্র অনুযায়ী, সম্ভাব্য দুই আম্পায়ার হচ্ছেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। তারা দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্টে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চূড়ান্ত ঘোষণা শিগগিরই প্রকাশ করবে এসিসি।
২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
টুর্নামেন্ট শুরু: ৯ সেপ্টেম্বর
ফাইনাল: ২৮ সেপ্টেম্বর
বাংলাদেশের ভেন্যু: আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
বাংলাদেশ দল গ্রুপপর্বের সবগুলো ম্যাচ খেলবে আবুধাবিতে। মাঠে প্রতিযোগিতার উত্তাপের পাশাপাশি আম্পায়ারিংয়েও দেশের প্রতিনিধিত্ব যেন বাড়তি গর্বের বিষয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
এশিয়া কাপের মতো বড় আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করাটা দেশের ক্রিকেটে আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। এর মাধ্যমে শুধু খেলোয়াড় নয়, ম্যাচ অফিসিয়ালরাও নিজেদের দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পান।
দুজন আম্পায়ারের দায়িত্বপ্রাপ্তির এই সম্ভাবনা নিঃসন্দেহে দেশের ক্রিকেট কাঠামোর পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক মানের প্রমাণ বহন করে। চূড়ান্ত তালিকায় নাম ঘোষণার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।