২০২৬ সালের বিশ্বকাপের আগে ক্লাব পরিবর্তনের কথা ভাবছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপ সামনে রেখে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখতে পারেন ফুটবলের এই কিংবদন্তি।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক এস্তেবান এডুল দাবি করেছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছেন মেসি। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত দিয়েছেন দলবদলের খ্যাতিমান বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো। তার ভাষ্য, দুই পক্ষই পরবর্তী চুক্তি নিয়ে আশাবাদী এবং আলোচনায় আগ্রহী।
বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত বৈধ। চুক্তিতে অতিরিক্ত এক বছরের সম্ভাব্য মেয়াদ রয়েছে, যা প্রয়োগ করা হলে তিনি ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত মায়ামিতে থাকতে পারবেন। তবে মেসি সেই সুযোগ গ্রহণ করবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ হতে পারে মেজর লিগ সকার (এমএলএস)–এর দীর্ঘ ছুটি। লিগটি অক্টোবরেই শেষ হয় এবং নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি বা মার্চে, ফলে প্রায় চার মাস ম্যাচবিহীন সময় পার করতে হয়। এই সময়টায় ছন্দ হারানো বা ফিটনেসে ঘাটতির আশঙ্কায় মেসি হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারেন। সে ক্ষেত্রে, একজন ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো ক্লাবে যোগ দিয়ে খেলার মাধ্যমেই নিজের প্রস্তুতিকে তুঙ্গে তুলতে চাইবেন তিনি।
এর আগে শোনা গিয়েছিল, ২০২৫ সালের শুরুতে বার্সেলোনায় স্বল্প মেয়াদি একটি আবেগঘন প্রত্যাবর্তন ঘটাতে পারেন মেসি। মাত্র কয়েক মাসের জন্য খেলবেন, এমনকি হয়তো সামান্য পারিশ্রমিকেই সম্মত হবেন তিনি—শুধু যেন বার্সা সমর্থকদের সামনে থেকে বিদায় নেওয়া যায়। পাশাপাশি, মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ–এও অল্প সময়ের জন্য ফিরে যেতে পারেন বলেও গুঞ্জন আছে।
তবে ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসির চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ পর্যন্ত বৈধ রয়েছে এবং দুই পক্ষই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
na