সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপের ১৭তম আসর। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবিতে আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে এ লড়াই।
এবারের আসরে গ্রুপ ‘বি’-তে খেলছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অপরদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও ওমান।
বাংলাদেশের অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ১৬ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।
পুরো আসরে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবি ও দুবাইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টিভি চ্যানেল: টি স্পোর্টস, সনি টেন ১ ও সনি টেন ৫
অনলাইন: টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম, স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)।
আজকের ম্যাচে আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান এবং হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তজা। দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে।
এশিয়া কাপ মানেই রোমাঞ্চ আর অঘটনের গল্প। এবারের আসরেও সমর্থকদের জন্য থাকছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি।