ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগাল জাতীয় দলের ফুটবলার ও লিভারপুল উইঙ্গার ডিয়েগো জোতা। স্পেনে ছুটি কাটাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই প্রতিভাবান তারকা।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশের প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে এ দুর্ঘটনা ঘটে। জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা একটি ব্যক্তিগত গাড়িতে ছিলেন। হঠাৎ দুর্ঘটনায় পড়ে তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনই।
মাত্র কয়েকদিন আগেই, ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোতা। এই দম্পতির রয়েছে তিন সন্তান। নিহত জোতার ভাই আন্দ্রে (২৬) নিজেও ছিলেন পেশাদার ফুটবলার, খেলতেন পেনাফিয়েল ক্লাবের হয়ে।
ছুটি কাটানোর উদ্দেশ্যে স্পেনেই অবস্থান করছিলেন জোতা। গত মৌসুমে লিভারপুলের হয়ে ২৬ ম্যাচে ৬ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে যোগ দিয়েছিলেন লিভারপুলে। ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে।
এর আগে তিনি খেলেছেন এফসি পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভসের হয়ে। জাতীয় দলের জার্সিতে ৪৯টি ম্যাচ খেলে ১৪ গোল ও ১২টি অ্যাসিস্ট ছিল তার নামের পাশে। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে খেলে দীর্ঘদিন পর্তুগিজ আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।
হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ লিভারপুল ক্লাব, পর্তুগাল ফুটবল ফেডারেশন, সতীর্থরা ও কোটি ফুটবলভক্ত।