এশিয়া মহাদেশের ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই—এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। টানা ১৭ দিন ধরে চলা এই ক্রিকেট মহাযজ্ঞের পর্দা নামবে ২১ সেপ্টেম্বর। এবারের আসরের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের ক্রিকেটপ্রেমী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে ঢাকায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবির আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়েছেন। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাউকে পাঠায়নি, বরং ভার্চুয়াল মাধ্যমেই অংশগ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ স্থগিত হওয়ার পেছনে যে রাজনৈতিক উত্তেজনা কাজ করেছে, সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে এ সভায় বিসিসিআই-এর অনুপস্থিতিতে।
শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সরাসরি প্রতিনিধিত্ব থেকে বিরত থেকেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কূটনৈতিকভাবে সমন্বয় করে সফলভাবে সভা আয়োজন করেছে।
ভারতীয় সাংবাদিক গৌরব গুপ্ত জানিয়েছেন, সভা শেষে এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি ও খেলার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।