বিমান দুর্ঘটনার শোকের আবহে থমথমে দেশের পরিবেশ। এমন অস্থির সময়ে খানিকটা স্বস্তি এনে দিতে পারে মাঠের ক্রিকেট। সেই আশায় আজ মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ায় আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী পাকিস্তান।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জয় তুলে নেয়। পারভেজ হোসেন ইমন করেন অর্ধশতক, তাওহিদ হৃদয় যোগ করেন মূল্যবান ৩৬ রান। বোলাররাও নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করেন। মিরপুরের সমালোচিত পিচেও স্বাচ্ছন্দ্যে খেলে জয় তুলে নেয় স্বাগতিকরা।
আজকের ম্যাচে পাকিস্তান চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে। অন্যদিকে, বাংলাদেশ চায় সিরিজ এখানেই নিশ্চিত করে শেষ ম্যাচে নির্ভারভাবে খেলতে। তাই আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। চেনা কন্ডিশন ও ঘরের দর্শকের সমর্থনে বাংলাদেশ শিবির আশাবাদী আরেকটি জয় উপহার দিতে।