রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক এক ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বিসিবি দান করবে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুধু সিরিজের ফাইনাল ম্যাচই নয়, হয়ে উঠেছে এক মানবিক বার্তার প্রতীক। বিসিবি জানিয়েছে, ম্যাচ থেকে প্রাপ্ত সব টিকিট বিক্রির অর্থ দুইটি খাতে ব্যয় করা হবে—
১. মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে চিকিৎসা ও সহায়তা প্রদানে এবং
২. ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে।
উল্লেখ্য, গত ২১ জুলাই, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ২২ জন প্রাণ হারান এবং শতাধিক আহত হন। দেশব্যাপী শোক ছড়িয়ে পড়ে এই মর্মান্তিক ঘটনায়।
বিসিবি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করে এবং আয়োজন করে বিশেষ দোয়া মাহফিলের।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
“বাংলাদেশে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবারগুলোর পাশে সামান্য হলেও দাঁড়াতে পেরে বিসিবি গর্বিত। আমাদের প্রার্থনা সবসময় তাদের সঙ্গে থাকবে।”