পরিত্যক্ত ময়লা পরিষ্কার করার কাজে অংশ নিয়েও বিশ্বকাপে যাওয়া সম্ভব—হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমনই এক অভিনব টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এর নাম “স্পোগোমি”। ময়লা পরিষ্কারকে প্রতিযোগিতার রূপ দিয়ে শুরু হয়েছে এ আয়োজন। এখান থেকে বিজয়ীরা সরাসরি অংশ নেবে জাপানে অনুষ্ঠিতব্য স্পোগোমি বিশ্বকাপ ২০২৫-এ।
আগামী ১৬ আগস্ট রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ পর্বের এই প্রতিযোগিতা। আয়োজক প্রতিষ্ঠান ওয়ান ব্যাগ ট্রাস্ট এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
অংশগ্রহণকারী: ৫০টি দল
প্রত্যেক দলে: ৩ জন সদস্য
সময়:
১ ঘণ্টা ময়লা সংগ্রহের জন্য
২০ মিনিট ময়লা বাছাইয়ের জন্য
বিজয়ী নির্ধারণ: সংগৃহীত ময়লার ওজন ও ধরন অনুযায়ী পয়েন্ট গণনা করে নির্ধারিত হবে
অতিরিক্ত সময় নিলে পয়েন্ট কাটা হবে
প্রতিযোগিতায় নিরাপত্তা ও নিয়ম রক্ষায় নিয়োজিত থাকবে রেফারি দল। নিয়মভঙ্গ করলে সতর্কবার্তা, বারবার করলে পয়েন্ট কাটা বা দল বাদ দেওয়ার বিধান রয়েছে। অংশগ্রহণকারীদের ট্রাফিক আইন মেনে চলা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করাও বাধ্যতামূলক।
দলের সদস্যদের মাঝে ১০ মিটারের বেশি দূরত্ব রাখা যাবে না
দৌড়ানো নিষেধ, তবে দ্রুত হাঁটা অনুমোদিত
শেষ সদস্য ফিনিশ লাইনে পৌঁছে রেফারিকে রিপোর্ট করলেই দল গন্তব্যে পৌঁছেছে বলে ধরা হবে
সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
উপদেষ্টা, যুব ও ক্রীড়া
সাঈদা শিনিচি
জাপানের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত
প্রসঙ্গত, ২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত প্রথম স্পোগোমি বিশ্বকাপে গ্রেট ব্রিটেন চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার টুর্নামেন্টটি দারুণ সাড়া ফেলেছিল আন্তর্জাতিক পরিসরে। এবার দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ—যেখানে সামাজিক দায়িত্ব ও খেলাধুলা একসঙ্গে মিলেছে নতুন মাত্রায়।