ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিক। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সময় তিনি প্রায় ১০ লাখ ইউরো আয় করেও সেগুলোর কর দেননি বলে প্রমাণ হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, আনচেলত্তিকে এক বছরের জেল ও অতিরিক্তভাবে প্রায় সাড়ে আট কোটি টাকার সমপরিমাণ অর্থদণ্ড দিতে হবে। যদিও স্পেনের আইনে এই ধরণের সাজার ক্ষেত্রে জেলে যেতে হয় না, কারণ এটি সাসপেন্ডেড সাজা হিসেবে বিবেচিত হবে।
আনচেলত্তি আদালতে দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেননি। তার আর্থিক বিষয়গুলো পরিচালনা করতেন উপদেষ্টারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির সময় তার বেতন কাঠামো ছিল ‘নেট’, তাই কর সংক্রান্ত বিষয় তিনি আলাদাভাবে দেখেননি।
এর আগে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করলেও, বাদিপক্ষ তার চার বছর নয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড চেয়েছিল। শেষ পর্যন্ত আদালত এক বছর কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানার রায় দেন।
আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরেই তার সব বকেয়া কর পরিশোধ করেছিলেন। এরপর তিনি রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়েন এবং বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।