ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ও শেষ ম্যাচেও স্বাগতিকদের একচুলও ছাড় দেয়নি স্মিথ-স্টার্করা। জ্যামাইকার সাবিনা পার্কে ১৭৬ রানের বড় জয় তুলে নিয়ে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল অজিরা।
এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যেন সত্যিকার অর্থেই ‘ছেলে খেলা’ করলেন অজি বোলাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল মাত্র ২২৫ রান। জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা অলআউট হয় ১২১ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের।
কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭ রানেই গুঁড়িয়ে যায় ক্যারিবীয়রা! ১৪.৩ ওভারেই শেষ হয়ে যাওয়া এই ইনিংসটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
স্টার্ক-বোল্যান্ডের বিধ্বংসী বোলিং, ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট তুলে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত তিনি ৬ উইকেট নিয়ে অজিদের সহজ জয় নিশ্চিত করেন। তার সঙ্গে ইতিহাস গড়েছেন স্কট বোল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দশম বোলার হিসেবে হ্ন্ডে হ্যাটট্রিক করেন তিনি।
টেস্টে সর্বনিম্ন স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংর বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল তারা। সেই লজ্জা এড়াতে পারলেও, ওয়েস্ট ইন্ডিজের ২৭ রান টেস্টের দ্বিতীয় সর্বনিম্ন।
সিরিজ সেরা স্টার্ক। সিরিজে স্টার্ক ছিলেন এক কথায় ভয়ংকর। তিন ম্যাচে ১৫ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি।
সিরিজ ফলাফল:
প্রথম টেস্ট: অস্ট্রেলিয়া জয়ী ১৫৯ রানে
দ্বিতীয় টেস্ট: অস্ট্রেলিয়া জয়ী ১৩৩ রানে
তৃতীয় টেস্ট: অস্ট্রেলিয়া জয়ী ১৭৬ রানে
এই জয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার জানান দিলো মাইটি অস্ট্রেলিয়া।