সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আসর শুরুর আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড় রাখা হয়েছে।
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
বিরাট কোহলি (ভারত)
সুর্যকুমার যাদব (ভারত)
মহেন্দ্র সিং ধোনি (ভারত) — অধিনায়ক ও উইকেটরক্ষক
সাকিব আল হাসান (বাংলাদেশ)
শহীদ আফ্রিদি (পাকিস্তান)
রশিদ খান (আফগানিস্তান)
উমর গুল (পাকিস্তান)
জাসপ্রিত বুমরাহ (ভারত)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
এই একাদশে সাকিবের জায়গা পাওয়া আবারও প্রমাণ করে তার ধারাবাহিকতা ও আন্তর্জাতিক মঞ্চে প্রভাব। দীর্ঘদিন ধরে ব্যাট ও বলে সমান দক্ষতায় খেলে তিনি শুধু বাংলাদেশ নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও জায়গা করে নিয়েছেন।