এশিয়া কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে বুধবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জন্য এটি বড় একটি পরীক্ষা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ জানিয়েছেন, শুধু ফাইনালে ওঠা নয়, তাদের লক্ষ্য পুরো শিরোপা জেতা। তবে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টপকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ঐতিহাসিকভাবে ভারতের বিপক্ষে খুব একটা ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচে মাত্র দুইবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৬ সালের এশিয়া কাপের দুই ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
অধিনায়ক লিটন দাস অনুশীলনে পিঠে টান পেলেও তা গুরুতর নয়। ফলে একাদশে তার থাকা নিশ্চিত। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বিপক্ষে শুরুর পাওয়ারপ্লেতে তার ব্যাটিংই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
বাংলাদেশের দলে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলতে পারেন তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের পারফরম্যান্স ভালো না হওয়ায় সাকিবের অভিজ্ঞতা ও বোলিং রেকর্ড বাড়তি ভরসা জোগাচ্ছে।
সম্ভাব্য একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সমর্থকেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—শক্তিশালী ভারতের বিপক্ষে টাইগাররা কেমন পারফরম্যান্স দেখাতে পারে।