এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিতে আজ (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।
হংকংয়ের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে টাইগাররা। ফলে দল নিয়ে প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যে। আফগানিস্তানের বিপক্ষে জিততে না পারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে। তাই ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
দলের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। চার নম্বরে খেলতে নামতে পারেন সাইফ হাসান, তিনি জায়গা নেবেন তাওহীদ হৃদয়ের পরিবর্তে। স্পিন আক্রমণে শেখ মেহেদীর পরিবর্তে মাঠে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। এছাড়া বিশ্রামের পর দলে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। তার জায়গা করে দিতে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
টিকে থাকার ম্যাচে সবার চোখ থাকবে টাইগারদের পারফরম্যান্সের দিকে। জয় পেলে সুপার ফোরের স্বপ্ন টিকে থাকবে, আর হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়।