আগামী মাসে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস লিখেছে—
“অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।”
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ তৈরি করে, বৈশ্বিক সংযোগকে জোরদার করে এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।
বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য জেসির এই ভূমিকা শুধু বড় অর্জনই নয়, বরং দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। বাংলাদেশের নারী দল নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।