বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবার খেলবেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস, যা ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজের নাম ঘোষণা করে দলটি।
আইপিএলের সর্বশেষ আসরে নিলামে দল না পেলেও মৌসুমের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। এবারের আইএল টি-টোয়েন্টিতেও একইভাবে বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেন তিনি। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে স্কোয়াডে জায়গা হলো ‘কাটার মাস্টার’-এর।
এর আগে মুস্তাফিজ দেশের বাইরে আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। আইএল টি-টোয়েন্টি হবে তার বিদেশি লিগে চতুর্থ অংশগ্রহণ।
লিগের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। আসর শুরু হবে ২ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।