নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জাতীয় নারী দল। মিয়ানমারকে হারিয়ে এবং বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
বাছাইপর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে ৭-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায়। দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা। এর আগে বাহরাইনের বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি। দুই ম্যাচে ঋতুপর্ণার গোল সংখ্যা দাঁড়ায় তিন।
মিয়ানমারকে হারানোর পর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৬। গ্রুপ পর্বে মিয়ানমার জিতলেও পয়েন্ট সমান থাকায় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। যদিও আগেই মূল পর্ব নিশ্চিত হয়েছে।
২০২৫ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের আসর। আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান আগেই মূল পর্ব নিশ্চিত করেছে। এবার বাছাইপর্বের প্রথম দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।