দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানান, স্বাধীন তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আরও দুজনকে নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। অভিযুক্তদের চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে ট্রাইব্যুনালই শাস্তি নির্ধারণ করবে।
বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং-সংক্রান্ত ঘটনাগুলোকেও একইসঙ্গে তদন্ত করা হচ্ছে। বিসিবির লক্ষ্য—বোর্ড নির্বাচনের আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা।
দুর্নীতি রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, আইসিসির সহায়তায় একটি শক্তিশালী দুর্নীতি দমন সেল গঠন করা হচ্ছে। টিমে স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন স্বাধীন বিশেষজ্ঞও থাকবেন, যিনি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেবেন।
বিসিবি সভাপতির আশা, এসব উদ্যোগ দেশের ক্রিকেটকে ফিক্সিং ও দুর্নীতির মতো হুমকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।