এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। তার আগ পর্যন্ত জাতীয় দলের নির্ধারিত কোনো সিরিজ নেই। তবে খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুতির কথা মাথায় রেখে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার সেই চেষ্টার সফল পরিণতি মিলেছে— টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস।
বিসিবি সূত্রে জানা গেছে, আগস্টের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ডাচরা। ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে ঢাকায় হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সময়সূচি প্রায় চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সম্প্রতি বলেছিলেন, “বড় দল পাওয়া যাচ্ছে না, তাই আমরা নেপাল বা নেদারল্যান্ডসের কথা ভাবছি।” তার কিছুদিন পরেই এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিল ডাচ ক্রিকেট বোর্ড।
আগে পরিকল্পনা ছিল ভারতের বিপক্ষে একটি সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের। কিন্তু তা পিছিয়ে গেছে। ফলে এশিয়া কাপের আগে প্র্যাকটিস ম্যাচ কিংবা সিরিজ আয়োজনের কথা বলেছিলেন লিটন দাসসহ দলের সিনিয়র খেলোয়াড়রাও। এই সিরিজ তাই জাতীয় দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ডাচদের বিপক্ষে সিরিজটি তাই এশিয়া কাপে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কার্যকর প্রস্তুতি হিসেবেই বিবেচিত হচ্ছে।