বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হিসেবে সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। বিসিবিকে দেওয়া ব্যাখ্যায় তিনি জানান, ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত নন।
সোমবার (২৮ জুলাই) দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন,
“সে (তাসকিন) জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সে জড়িত নয়। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। তাসকিন জানান, তার নাম ভুলভাবে জড়ানো হয়েছে।”
অন্যদিকে, জিডিতে সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোন করে ডেকে নেন এবং কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন ও হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়।
মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তদন্ত শেষে বিষয়টির প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।