বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি—প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচসেরা হয়ে দ্বিতীয় ম্যাচে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক জানিয়েছিলেন, তাদের চোখ এখন ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করার দিকে।
এর আগে ওয়ানডে ও টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এবং ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে এখনও সেই স্বাদ পায়নি বাংলাদেশ।
উল্টো ইতিহাস বলছে, একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুইবারই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ—যার সর্বশেষটি ঘটে এই বছরই পাকিস্তানের মাটিতে। তাই এবার প্রতিশোধের উপযুক্ত মঞ্চ মিলেছে লিটন-জাকেরদের সামনে।
টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা অবশ্য আছে টাইগারদের। ২০১২ সালে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে যাত্রা শুরু। এরপর জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই কীর্তি গড়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক ফর্মের কথা বললে, টানা ছয় ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে শুরু করে বাংলাদেশ এখন পর্যন্ত টানা চার ম্যাচে অপরাজিত। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি।
আজকের ম্যাচে তাই শুধু আরেকটি জয় নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত এক ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।