দীর্ঘদিন পর দর্শকদের সুবিধার্থে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাইরের খাবার নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই সুযোগও মিলেছিল। কিন্তু বিসিবির দেওয়া শর্ত লঙ্ঘন করায় আবারও সেই অনুমতি প্রত্যাহার করা হয়েছে।
ম্যাচ শুরুর আগে বিসিবি দর্শকদের অনুরোধ করেছিল—ব্যবহৃত খাবারের প্যাকেট, বোতলসহ অন্যান্য জিনিস নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কিন্তু ম্যাচ শেষে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। গ্যালারি পরিণত হয় যেন ময়লার ভাগাড়ে। যেখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে চিপসের প্যাকেট, পানির বোতলসহ নানা ধরনের আবর্জনা। এহেন অব্যবস্থাপনার কারণে বিসিবি দর্শকদের প্রতি হতাশা প্রকাশ করে এবং আবারও বাইরের খাবার নিষিদ্ধ ঘোষণা করে।
সোমবার (২১ জুলাই) বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাইরের খাবার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শকদের শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা সংস্থাগুলোকে সহায়তা করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২২ জুলাই) এবং তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪ জুলাই)।