তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝামাঝি সময়ে শুরু করবে। এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৩ লাখে উন্নীত করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কার্যক্রম বছরে পাঁচ মাস চালু ছিলো। এ অর্থবছর থেকে পাঁচ মাসের স্থলে ছয় মাস চালু থাকবে।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় খাদ্প্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসার অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ^াস, খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ অংশ নেন।
উল্লেখ্য, ২০২৫ সালে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫০৩৭.০০ মে.টন, অর্জন ৪৭৪৪২.৩৬০ মে. টন। সিদ্ধ চাল লক্ষ্যমাত্রা ১৭৩৩১৯.০০০ মে. টন এবং অর্জন ১২৪৩৭৮০৮৯৬ মে. টন।