কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু করে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, জেলা জামায়াতের নেতা মাওলানা জাকির হোসেন, কাউখালী সদর ইউনিয়ন জামায়াতের আমির টিএম রেজাউল করিম, শিয়ালকাঠি ইউনিয়নের জামায়াতের আমির মৌলভী আনোয়ার হোসেন, জামাত নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির ভিত্তিতে দিতে হবে এবং গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।