গোপালগঞ্জে এনসিপি’র সভায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শরণখোলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী এ বিক্ষোভ ও পথসভার আয়োজন করে
১৭জুলাই (বৃহস্পতিবার) বিকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের পাঁচ রাস্তার মোড়ে পথসভা করে। শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাাঃ মোহাম্মদ ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল, মাওলানা মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
পথসভায় বক্তারা গোপালগঞ্জে এনসিপির সভায় হামালাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান। এছাড়া ঢাকায় আগামী ১৯ জুলাই’র মহা-সভাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।