সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। তবে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। সর্বশেষ সোমবার করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।