হরতালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার শেরেবাংলা রোডের দৃশ্য। রবিবার বেলা ১১টায় তোলা ছবি।#
ষ্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের বাগেরহাট-৪ সংসদীয় আসন বহাল রাখার দাবীতে ডাকা হরতালে শরণখোলা অচল হয়ে পড়েছে। রবিবার সকাল থেকে শরণখোলায় কোন যানবাহন চলছেনা। বন্ধ রয়েছে সব দোকানপাট। স্কুল কলেজে কোন ক্লাশ হয়নি। স্থগিত করা হয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা। শরণখোলা উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এ হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) সকালে হরতালের সমর্থনে পিকেটাররা রাস্তায় পিকেটিং শুরু করে। শরণখোলা থেকে কোন দুরপাল্লার যাত্রী পরিবহন বাস ছেড়ে যায়নি। খন্ড খন্ড মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল সমূহ উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে পৃথক পৃথক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপি,র সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপি নেতা ইসহাক আলী মোল্লা, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্মআহবায়ক ও শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবীর, সদস্য সচিব ও জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মোস্তফা আমীন প্রমূখ। অপর সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বিএসসি প্রমূখ। বক্তারা বলেন, অবিলম্বে নির্বাচন কমিশনের গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বাগেরহাট-৪ আসন বহাল রাখতে হবে। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। এদিকে, অনিবার্যকারণে, শরণখোলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমান আজকের পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন জারী করেছে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস
হরতালের সমর্থনে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।#
হরতালে উপজেলা সদর রায়েন্দা বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। ব্যাংক বীমায় লেনদেন সীমিত করা হয়েছে।
একই দাবীতে বাগেরহাটের অন্যান্য উপজেলায় হরতাল ও সড়ক অবরোধ পালিত হচ্ছে।