বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

স্ত্রী নিখোঁজের পরে এবার খুলনায় রূপসা সেতুর নিচে মিললো সিনিয়র সাংবাদিক বুলুর লাশ

খুলনা অফিস: / ৫৮ বার পড়া হয়েছে
সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনার খানজাহান আলী (রহ:)-রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র  লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা
লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতবিক্ষত ও ফুলে গিয়েছিল।
পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণরে চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, আজ রোববার সন্ধ্যায় সেতু সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নৌপুলিশকে খবর দেওয়া হয়।
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন বলেন, সন্ধ্যা ৭ টার দিকে সেতুর ২ নং পিলারের বেজমেন্টের ওপর একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ লাশ শনাক্ত করে। পরে সাংবাদিক বুলুর মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিনিয়র সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলু দৈনিক আজকের কাগজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।
পারিবারিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান। কিছু দিন আগে তার স্ত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। থানায় জিডি সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও আর্থিক সংকটে ভুগছিলেন সাংবাদিক বুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host