”ষ্টাফ রিপোর্টার”
শরণখোলা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা আজ রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। আইনশৃংখলা কমিটির সদস্যগন সভায় উপস্থিত ছিলেন।
শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার গত মাসিক সভার রেজুলেশন সভায় পাঠ করে শোনান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ মোস্তফা আমীন,ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুসা সাঈফী,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম,শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা শোভন, রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান বাবুল তালুকদার, সাংবাদিক আঃ মালেক রেজা,বিএনপি নেতা মহিউদ্দিন বাদল,জামায়াত নেতা মাওলানা ওবায়দুল হক প্রমূখ।
সভায় শরণখোলা উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, মাদক,জুয়া ও সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধে ব্যপক আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।