স্টাফ রিপোর্টার
শরণখোলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা পানির ঘাট এলাকায় ডোবা থেকে একটি মেহগনি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দিবাগত গভীর রাতে একটি প্রভাবশালী মহল পিলের রাস্তার মাথায় কয়েক বছর আগে সরকারিভাবে রোপন করা একটি বৃহৎ মেহগনি গাছ কেটে পানিতে ডুবে রাখেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার ২৯ জুন সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে শরণখোলা ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা সিপিজি গ্রুপ লিডার তুহিন বয়াতির সহায়তায় শরণখোলা পানির ঘাট এলাকার একটি ডোবায় তল্লাশি করে তিন খন্ড বৃহৎ আকারের মেহগনি গাছ জব্দ করে।ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান গভীর রাতে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির লোকেরা অবৈধভাবে উক্ত মেহগনি গাছটি কেটে নিয়ে পানির নিচে লুকিয়ে রাখে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, জব্দকৃত মেহগনি গাছটি সামাজিক বন বিভাগের তাদের খবর দেয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সামাজিক বন বিভাগ শরণখোলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল খায়ের “শরণখোলা দর্পণ” কে বলেন, তিনি এখন শরণখোলার বাইরে রয়েছেন।গাছ জব্দ করার ঘটনাটি তিনি শুনেছেন। আগামীকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে ওই কর্মকর্তা জানান। #