শরণখোলা: মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালীর পরে সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।
”ষ্টাফ রিপোর্টার”
৫ আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপি মঙ্গলবার সকালে বিজয় র্যালী ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পুনরায় পাচঁরাস্তা মোড়ে গিয়ে র্যালীটি শেষ হয়। পরে আল-আরাফা ব্যাংক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেত্রী আঞ্জুমান আরা আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ বাদল,সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন,যুবদল নেতা আবুল হোসেন বয়াতী,এম মাসুদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী প্রমূখ।