মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর মোল্লাহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার লায়লা আজাদ কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক শেখ আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান ও বাশিসের বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মিফতা উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
ডিকেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, রমেশ চন্দ্র খান, উম্মে হামিমা, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক ও এস এম মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক নেতৃবৃন্দ।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন, গিগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ পোদ্দার ও চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষক সমাজের মর্যাদা, অধিকার ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষকদের উন্নয়ন নিশ্চিত হলে দেশের শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।