এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ:
মোরেলগঞ্জে শহিদ আবু সাইদ ও জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শহীদদের স্মরণে আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সভাপতি সেদিনের গণ আন্দোলনের রাজথের যোদ্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান (নাছির) অঝোরে কেঁদে বলেন, গণ আন্দোলনে খুলনার শিববাড়ি ও ময়লাপোতা এলাকায় রাজপথের একজন যোদ্ধা হিসেবে আন্দোলন সংগ্রামের দিনগুলোর প্রতিটি মুর্হুত আজও চোঁখের সামনে ভাসছে। সেদিন স্ত্রী-সন্তানের হাতে ৩ হাজার টাকা ও এ্যাম্বুলেন্সের দুটি গাড়ির নম্বর দিয়ে বলেছিলাম আমি চলে যাই, তোমরা কোন খারাপ সংবাদ শুনতে পেলে এ টাকা দিয়ে এ্যাম্বুলেন্সে আমার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাবে। এ রকম অনেক কথাই স্মৃতি চারণ করতে গিয়ে নিজেকে সামলে নিতে পারলেন না রাজপথের এ যোদ্ধা নাছির।
বুধবার ১৬ জুলাই বেলা ১১টায় উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান (নাছির)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কেএম জাফর আলী, আব্দুল হামিদ খান, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মো. আমজাদ হোসেন, সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন, ছাত্রদল নেতা সুমন হাওলাদার। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জুলাই’র ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিষ্ট স্বৈরাচারের গুলিতে যে সকল ছাত্র জনতা সেদিন রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন অবিলম্বে এ হত্যার বিচার দ্রুত করতে হবে। আলোচনা শেষে সকল শহীদদের স্মরণে বিদেহী-আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #