শামীম ওসমান, মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ৩ ক্লিনিকে মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকালে মহেশপুর পৌরসভাধীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ ও অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার টাকা, গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতালকে ৫ হাজার টাকা ও মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত।