সৈয়দ বশীর আহমেদ, ঢাকা অফিস:
বাগেরহাটে নির্বাচন কমিশনের সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে আজ শনিবার (২ আগষ্ট) ঢাকায় পৃথক পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট ফোরাম, মোড়েলগঞ্জ কল্যাণ সমিতি, মোড়েলগঞ্জ ফাউন্ডেশন, বাগেরহাট সচেতন নাগরিক পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট ফোরামের মানববন্ধনে সভাপতিত্ব করেন ডাঃ আতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্নআহবায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, মঞ্জুরুল হক রাহাদ, এবং হাফেজ সুলতান আহমেদ।
মোড়েলগঞ্জ কল্যাণ সমিতির মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডঃ কাজী মনিরুজ্জামান মনির,সমিতির আহবায়ক হাফেজ সুলতান আহমেদ, ছাত্রদল নেতা রেজোয়ানুল হক সবুজ,বেগ ফয়সাল আহমেদ সোহেল,মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নেতা সাইফুল ইসলাম,যুবনেতা মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাটে যেখানে সংসদীয় আসন বাড়ানো দরকার সে অবস্থায় নির্বাচন কমিশন বাগেরহাটে আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব করে জনআখাংকার প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রর্দশন করেছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত নির্বাচন পেছানোর অপকৌশল বলে বক্তারা মন্তব্য করেন। বক্তারা বলেন,বাগেরহাটে বিদ্যমাণ চারটি আসন বহাল রাখতে হবে। অবিলম্বে নির্বাচন কমিশনের আসন কমানোর প্রস্তাব বাতিল করতে হবে তা নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলে বক্তারা নির্বাচন কমিশনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেছেন।