বাগেরহাট অফিস:
বাগেরহাট জজকোর্টের মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে রেব হয়ে করিডোরে আসামী ও আওয়ামীপন্থী আইনজীবীরা জয় বাংলার স্লোগান দেয়ায় উপস্থিত জনতা আল আমীন ফকির (৩০) নামে আ.লীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার দুপুরে জয় বাংলার স্লোগান দেয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এঘটনায় আটক আ.লীগ কর্মী আল আমীন ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।
কোর্ট সিএসআই কাত্তিক চন্দ্র পাল এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
জি,আর-৩০২/২৪ নং মামলার আসামী আওয়ামী লীগের ৪১জন নেতাকর্মী হাজিরা দিয়ে বের হয়ে কয়েকজন আইনজীবীদের সাথে নিয়ে আদালতের করিডোরে জয় বাংলার স্লোগান স্লোগান দিতে থাকে। এসময়ে আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এঘটনায় উপস্থিত জনতা আল আমীন ফকির (৩০) নামে আ.লীগের এক কর্মীকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত করিডোরে জয় বাংলা স্লোগান দেয়ার ঘটনায় আ.লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আইনজীবী ও আ.লীগ কর্মীদের আটকে অভিযান চলছে।