মাহমুদ হাসান, মোংলা প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ও ১৮ কেজি অবৈধ ভাবে আহরণ করা কাঁকড়াসহ ৮ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটক হরিণ শিকারীদের রাতেই মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
কোস্টগার্ড বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কোস্টগার্ড ও বনরক্ষীদের হারবাড়িয়া অফিসের একটি দল সুন্দরবনের হারবাড়িয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ওই এলাকা থেকে ২টি নৌকাসহ ৮ ব্যক্তিকে আটক করা হয়। পরে কোষ্টগার্ড নৌকা দুইটিতে তল্রাশী করে নৌকায় থাকা সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার ভারতীয় কিটনাশক (বিষ) জব্দ করে। আটক ব্যক্তিরা অবৈধভাবে সুন্দরবনে গিয়ে হরিণ শিকার ও বিষ দিয়ে কাকড়া ধরেছে। আটক ব্যক্তিদের বাড়ী মোংলার জয়মনি ও বৈদ্যমারী এলাকায় বলে জানা গেছে।
জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করে কোস্ট গার্ড।
। ###