“স্টাফ রিপোর্টার ”
পূর্ব সুন্দরবনে চোরা শিকারীদের হরিণ শিকারের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বনরক্ষীরা। সোমবার সকালে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলার খাল সংলগ্ন সুন্দরবনের মধ্যে হরিণ ধরা মালা উদ্ধার করেছেন বনরক্ষীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকালে চান্দেশ্বর টহল ফাঁড়ির বনরক্ষীরা কাতলার খাল এলাকার বনে হেঁটে টহল করছিলেন। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে হরিণ ধরার জন্য মালা ফাঁদ পাতা রয়েছে দেখতে পান। আশেপাশে বনের মধ্যে আরো তল্লাশি করে ১০০ ফুট নাইলনের তৈরি ফাঁদ উদ্ধার করেন বনরক্ষীরা। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোরা শিকারীরা হরিণ ধরার জন্য কাতলার খাল সংলগ্ন সুন্দরবনে নাইলনের তৈরি মালা ফাঁদ পেতে রেখেছিল।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।