বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

পাথরঘাটায় জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে ইলিশ:   আকাশ ছোঁয়া দামে হতাশ ক্রেতা 

বরগুনা জেলা প্রতিনিধি: / ২৭ বার পড়া হয়েছে
সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

মো.খলিলুর রহমান শাহিন, বরগুনা জেলা প্রতিনিধি:

 

দীর্ঘদিন পর আবারও সরব হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের বাজার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি)। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। কিন্তু আশার বিপরীতে হতাশা যেন ঘিরে ধরছে সাধারণ ক্রেতাদের। কারণ বাজারে ইলিশের দাম রীতিমতো আকাশ ছোঁয়া। ইলিশ মৌসূম শুরু হলেও প্রথমদিক থেকে জেলেরা তেমন কোন মাছের দেখা পাননি। এতে জেলে এবং জেলে পরিবারে হতাশা বিরাজ করেছিল । অনাহারে অর্ধাহারে দিন কাটছিল তাদের পরিবারে। এমনকি পরিবারে থাকা বৃদ্ধ মা- বাবা এবং শিশুদের চিকিৎসা সেবারও ব্যঘাত ঘটেছে তাদের। হঠাৎকরে জেলেদের জালে ছোট বড় বিভিন্ন আকারে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পরায় জেলেরা দারুণ খুশি।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আবহাওয়া অনুকূলে থাকায় গভীর সমুদ্রে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে বেশি। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বহু ট্রলার ইলিশ বোঝাই করে ফিরে আসছে বিএফডিসি ঘাটে। তবে বাজারে এসব ইলিশের দাম শুনেই মাথায় হাত ক্রেতাদের। গতকাল শনিবার (১৩-০৯-২৫) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস বন্দর পাথরঘাটা বিএফডিসি বাজারে মাছের দর পরেছে এক কেজির উপরে একটি ইলিশ মাছ ৩০০০ টাকা কেজি, একটায় এক কেজি ২৫০০ টাকা, দুইটায় এক কেজি ওজনের ইলিশের দাম ১৩০০ টাকা, তিনটায় এক কেজিও জনের ইলিশের দাম পড়ছে ১০০০টাকা। মিজানুর রহমান নামের এক ইলিশ মাছ ক্রেতার সাথে কথা হলে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘাটে এত ইলিশ, তবু দাম যেন আমাদের নাগালের মধ্যে নেই। পরিবার নিয়ে একবেলা ইলিশ খেতে চাইলেও তা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি আরো বলেন ছোটবেলা থেকে জেনে এসেছি ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু এভাবে যদি দাম থাকে একসময় জাতীয় মাছ থেকে এটিকে বাদ দিতে হবে।

ট্রলার মালিক মো. সগির হোসেন বলেন, জ্বালানি তেল, বরফ, রসদ ও শ্রমিকদের মজুরি বাড়ায় খরচও বেড়ে গেছে। সেই সঙ্গে পাইকার ও মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্বে দাম কিছুটা বেশি হলেও তারা খুব একটা লাভবান হচ্ছেন না।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, সরকার যদি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ করতে পারে তাহলে ইলিশের ন্যায্য মূল্য বজায় থাকবে এবং সাধারণ মানুষও স্বস্তিতে ইলিশের স্বাদ নিতে পারবে।
বরগুনা জেলা মৎসজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী বলেন, ছোট বড় ট্রলার মালিকরা গত দুইট্রিপে আটলাখ, দশ লাখ ও পনেরো লাখ টাকা মাছ বিক্রি কররেও তাদের বিগত দিনের লোকসানের টাকা উঠতে আরও অনেক সময় লাগবে। তিনি আরও বলেন, সামনের মাসে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসছে। সে পর্যন্ত সাগরে এভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পরতে থাকলে জেলেরা কিছুটা হলেও তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ইলিশের মৌসূম শুরু হওয়ার প্রথম দিকে সাগরে মাছ কম থাকলেও বর্তমানে সাগরে প্রচুর ইলিশ মাছ ধরা পরছে। আশাকরি এ অবস্থা অব্যহত থাকবে । তিনি আরও বলেন আবহাওয়া অনুকূলে না থাকায় এবং প্রায় দুইমাস জেলেরা ঠিকমত অবরোধ পালন করায় গভীর সাগরে ইলিশ মাছের প্রাচুর্যতা তো আছেই তার মধ্যেও মাছের আকার ও একটু বড় দেখা যাচ্ছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host