
অমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী রুপধন এলাকায় নৌবাহিনীর অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ শুক্কুর হোসেন নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক হোসেন (ই), বিএন (পি নম্বর ২৯৪৪) এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র সেকশন সিভিল লেগুনাযোগে এলাকায় টহল দিচ্ছিলেন।
টহল চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ও আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নৌবাহিনীর সূত্র জানায়, আটককৃত ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
আটক মোঃ শুক্কুর হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাটাখালী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
আটকের পর তাকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।