বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) রাতে তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় সাকিব (২৫) ও সাইফুল (২৫) নামে দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
পাথরঘাটা থানা পুলিশ গতকাল মঙ্গলবার (০২-০৯-২৫) দুই মাদক ব্যবসায়ীকে কোর্টে সোপর্দ করলে কোর্ট তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।