পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের মধ্যে ছয়জন নারী, পাঁচ শিশু ও ছয়জন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের দেখতে পেয়ে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা এসে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোদা থানায় হস্তান্তর করে।
অন্যদিকে, প্রায় একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে আরো সাতজনকে পুশ-ইন করে বিএসএফ। তাদের মধ্যে দুজন নারী, তিন শিশু ও দুজন পুরুষ রয়েছেন। স্থানীয়রা তাদের সেখান থেকে ধরে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় নিয়ে যায়।
সদরে পুশ-ইন হওয়া সাতজনের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাদব পাশা এলাকায়। তাদের মধ্যে আছেন— মৃত খাজা মোল্লার স্ত্রী আফসানা খাতুন (৪০), ছেলে রমজান মোল্লা (২৫), মেয়ে হাবিবা (১৩) ও মিনা (৫), রমজান মোল্লার স্ত্রী মাসুরা মোল্লা (২২), তাদের মেয়ে ছানিয়া (২) এবং মৃত আব্দুল্লাহর ছেলে আমির হোসেন।
বোদায় পুশ-ইন হওয়া ১৭ জনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আমতলি এলাকায়। তাদের মধ্যে আছেন— তোতোম্বরের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), ছেলে জিয়া (২৬), হিরা মিয়া (২০), জিয়ার স্ত্রী নাজমা বেগম (২১), মেয়ে আঁখি আক্তার (১০) ও ছেলে জাহানুর (২)। একই এলাকার মোসলেম তালুকদারের ছেলে দ্বীন ইসলাম (৫০), স্ত্রী শিউলী বেগম (৪৩), তাদের ছেলে আল আমিন (২৮), আলাউদ্দিন (১০), মেয়ে জান্নাতি বেগম (১৭) ও খুশি খাতুন (৬)। এছাড়া আছেন আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৭), তার স্ত্রী হনুফা আক্তার, মাহমুদের স্ত্রী হোসনে আরা বেগম (৪০) ও তার ছেলে সিফাত (৬)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান ও বোদা থানার ওসি আজিম উদ্দীন জানিয়েছেন, আটককৃতদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।