মোঃ আনোয়ার হোসেন :
বাংলাদেশ নির্বাচন কমিশনের বাগেরহাট-৪ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রবিবার শরণখোলায় হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বিক্ষোভ মিছিল উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে সমাবেশ করে। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কবীর, যুগ্ন সচিব ও জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা আমিন, বিএনপি নেতা জসিম উদ্দিন জাফর তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মুসা সাইফী ও বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী। বক্তারা বলেন,যেখানে বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা আরো বাড়ানো দরকার তা না বাড়িয়ে নির্বাচন কমিশন বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) কেটে নেওয়ার হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে বক্তারা মন্তব্য করেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও বাগেরহাট -৪ আসন বহাল রাখার দাবিতে রবিবার শরণখোলায় সর্বাত্মক হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ । সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাট ৪ আসন বাতিল করে বাগেরহাট ৩ মোংলার সাথে মোড়লগঞ্জ ও শরণখোলাকে সংযুক্ত করার প্রস্তাব এনেছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে । একই দাবিতে বাগেরহাটের অন্যান্য উপজেলায়ও রবিবার হরতাল পালন করা হবে বলে জানা গেছে।