বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা, যা আগামী মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বুধবার (৯ জুলাই) থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে—১৬৯ মিলিমিটার। ঢাকায় এই সময়ে বৃষ্টির পরিমাণ ছিল মাত্র ১ মিলিমিটার। তবে মঙ্গলবারেও ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বুধবার (৯ জুলাই) থেকে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টির প্রবণতা কমে আসবে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এসময় সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারী বৃষ্টির ফলে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। তাই সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।