সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খালিশপুর ১১ নং ওয়ার্ডে যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদ হোসেন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খালিশপুর মার্কেট বাজার রোডে কুপিয়ে জখম করে।
বর্তমানে আহত যুবদলের ওই সাবেক নেতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই আশংকাজনক।
আহত মাসুদ খালিশপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা খালিশপুর বাজার মার্কেট রোডে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী ওই স্থানে গিয়ে তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগে ওই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির পর থেকে অজ্ঞান হয়ে পড়েন যুবদলের ওই সাবেক সভাপতি। তার অবস্থা খুবই নাজুক। তবে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দিয়েছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে খালিশপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খালিশপুর মার্কেট বাজার রোডে দুর্বৃত্তের আঘাতে মাসুদ রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।