।।খুলনা অফিস।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরনির হোটেল জেড এন প্যালেস নামক আবাসিক হোটেল থেকে ইয়াবা-বিদেশী অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে মোঃ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল(৪২) নামের অস্ত্রধারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রাস্থ (পার্ট-১) ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা মৃত: কামরুদ্দিন খানের ছেলে।
হোটেলে অস্ত্রসহ বেলাল উঠেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃত বেলালের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৪৭৬পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পিস্তল ম্যাগজিন উদ্ধার করে যৌথ বাহিনী। রাতেই বেলালকে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও গুলিসহ সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া বেলালকে আদালতে পাঠানো হবে। #
Very good.